Breaking

Friday, 9 March 2018

মাউস সংক্রান্ত সমস্যা

 
সমস্যাঃ মাউসের বলটি ঠিকমত ঘুরছে না, ফলে পয়েন্টারটি মুভ করতে অনেক সময় নষ্ট হচ্ছে?
সমাধানঃ
কম্পিউটার বন্ধ অবস্থায় মাউসের নিচের বলটি খুলে ভালভাবে পরিস্কার করুণ এবং ভিতরে বলটিকে ঘোরানোর জন্য রোলার রয়েছে, সেগুলোও শুকনা কাপড় দিয়ে ময়লা পরিস্কার করতে হবে।
সমস্যাঃ মাউস কানেকশন পাচ্ছে না বা মাউস কাজ করছে না?
সমাধানঃ মাউসের কানেকশন টি ঠিকমত আছে কিনা চেক করুণ, কানেকশন লুজ থাকলে ঠিক করে দিন। এতে কাজ না হলে মাউস পোর্টটি নষ্ট হয়েছে কি পরখ করুণ। স্ক্রীনের রেজুলেশন পরিবর্তন করলে মাউস অনেক সময় কাজ করে না। সেজন্য  
My Computer এ গিয়ে রাইট বাটন ক্লিক করেন, System Properties নামে একটি উইন্ডো ওপেন হবে সেখান থেকে Performance ট্যাবে ক্লিক করেন, এরপর Graphics লেখা বাটন টি তে ক্লিক করে Hardware acceleration পয়েন্টারকে মাউস পয়েন্টার দিয়ে কিছু বায়ে বা ডানে ঠেলে দিয়ে পরীক্ষা  করতে পারেন।
সমস্যাঃ মাউস কাজ করে না?
সমাধানঃ মাউস পোর্টটি চেক করতে হবে। সুইচ গুলো চেক করতে হবে। পিনিয়াম গুলো চেক করতে হবে।
সমস্যাঃ মাউস নাড়ালে ডেক্সটপের সব আইকন গুলো লাফা লাফি করে?
সমাধানঃ মাউস এর সার্কিট টি পরিস্কার করতে হবে। পোর্টটি বদলাতে হবে।

No comments:

Post a Comment